ঢাকায় ‘মহানগর সরকার’ গঠনের সুপারিশ দিল্লির অনুকরণে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ণ   |   ৬৭ বার পঠিত
ঢাকায় ‘মহানগর সরকার’ গঠনের সুপারিশ দিল্লির অনুকরণে

ঢাকা প্রেস নিউজ
 

ভারতের নয়াদিল্লির মতো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরেও ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে একটি ‘মহানগর সরকার’ (ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট) গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
 

বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।
 

কমিশন আরও সুপারিশ করেছে, চারটি বিভাগকে চারটি পৃথক প্রদেশে রূপান্তরিত করার প্রস্তাব। এছাড়া, মন্ত্রণালয়ের সংখ্যা ২৫টি এবং অধিদপ্তরের সংখ্যা ৪৪টি করার প্রস্তাবও রয়েছে।
 

কমিশনের সুপারিশে বলা হয়, ঢাকা মহানগরীর জনসংখ্যা ও সেবার প্রসারের ভিত্তিতে ভারতের নয়াদিল্লির মতো একটি ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট গঠন করা হবে। এতে ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ অন্তর্ভুক্ত হতে পারে। রাজধানী মহানগর সরকারের অধীনে স্থানীয় সরকার ও নির্বাচিত আইনসভা থাকবে।
 

এর আগে, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়া হয়।
 

গত অক্টোবরে মন্ত্রিপরিষদ বিভাগ ছয়টি সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি করে। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা বরাবর জমা দেয়া হয়। আজ আরও দুটি সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ করা হয়েছে।