মুরাদনগরে বিদ্যালয় ফেরার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, ৮ দিনেও হদিস মেলেনি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ অক্টোবর ২০২৫ ০১:৪৩ পূর্বাহ্ণ   |   ৫৭ বার পঠিত
মুরাদনগরে বিদ্যালয় ফেরার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, ৮ দিনেও হদিস মেলেনি

ডেস্ক নিউজ-ঢাকা প্রেস:

 

 

কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয় থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছে নবম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান (১৫)। টানা আট দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

 

রাকিবুল উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মোহাম্মদ হাসানের ছেলে এবং ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর (বুধবার) সকালে প্রতিদিনের মতো স্কুলে গেলেও আর বাড়ি ফিরে আসেনি রাকিবুল। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও কোনো তথ্য না পেয়ে পরদিন ১৬ অক্টোবর মুরাদনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তার বাবা মোহাম্মদ হাসান।

 

এ ঘটনায় দিশেহারা রাকিবুলের পরিবার এখন গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। ছেলেকে না পেয়ে পাগলপ্রায় বাবা-মা বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

রাকিবুলের বাবা মোহাম্মদ হাসান বলেন, “আট দিন হয়ে গেলো, আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কোথায় আছে, কেমন আছে—কিছুই জানি না। একমাত্র ছেলেকে হারিয়ে আমাদের পরিবার ভেঙে পড়েছে।”

 

তিনি সরকারের সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে দ্রুত তার সন্তানের সন্ধান পেতে সহযোগিতা চেয়েছেন।

 

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, “নিখোঁজ রাকিবুল হাসানকে উদ্ধারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তদন্ত অব্যাহত আছে।”