সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ আগu ২০২৪ ০৩:০৪ অপরাহ্ণ   |   ৫০০ বার পঠিত
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান শামীম জানিয়েছেন, নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে অসংখ্য লোকের ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগ রয়েছে।
 

উল্লেখ্য, গত মঙ্গলবার জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।