নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৩:০৩ অপরাহ্ণ   |   ১২৬ বার পঠিত
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি:-

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. তৈয়ব (৩৫) নামের এক যুবক মারাত্মকভাবে আহত হয়ে তার ডান পা হারিয়েছেন।
 

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়া ছড়ি বিওপি'র নিকটবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্যরেখায়, মিয়ানমারের অভ্যন্তরে। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

আহত তৈয়ব নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকার বাসিন্দা এবং ছাবের আহমদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাংলাদেশি পণ্য পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করেন। ফেরার সময় গরু ও অন্যান্য মালামাল নিয়ে শূন্যরেখা পার হওয়ার মুহূর্তে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইনে পা দেন, ফলে বিস্ফোরণে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ ছিন্ন হয়ে যায়।
 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।
 

ওসি মো. মাসরুল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা সংস্থাগুলোও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।