সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট: টোল আদায় বন্ধের দাবিতে যান চলাচল বন্ধ

প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ ৫০৯ বার পঠিত
সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট: টোল আদায় বন্ধের দাবিতে যান চলাচল বন্ধ

ঢাকা প্রেস
সুনামগঞ্জ প্রতিনিধি:-


 

সুনামগঞ্জ-সিলেট সড়কের এম এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। ফলে বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে জেলায় দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
 

সুনামগঞ্জ বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেতুটিতে দীর্ঘদিন ধরে টোল আদায় হলেও এর প্রয়োজনীয়তা নেই। ছাত্র-জনতার আন্দোলনের জেরে একবার টোল আদায় বন্ধ হলেও পরে আবার শুরু হওয়ায় পরিবহন শ্রমিকরা ক্ষুব্ধ।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজী এলাকায় অবস্থিত এম এ খান সেতুতে প্রায় চার দশক ধরে টোল আদায় হচ্ছে। সেতুটির নির্মাণ ব্যয় অনেক আগেই আদায় হয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে। সিলেট বিভাগীয় কমিশনারের কাছে বিষয়টি তুলে ধরা হলেও কোনো সুরাহা না হওয়ায় এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছে পরিবহন শ্রমিকরা।
 

টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জুয়েল মিয়া। এতে সুনামগঞ্জবাসীসহ দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।