বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আবেদনপত্র পূরণ ও জমা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা শেষ হবে আগামী সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত।
বুয়েটের ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে ১০০ নম্বরের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেতে হবে। এছাড়াও, আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে মোট জিপিএ-৪ পেতে হবে।
আবেদনপত্র পূরণ ও জমাদান অনলাইনে করতে হবে। আবেদন ফি বাবদ ১,০০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
বুয়েটের ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.buet.ac.bd) ভিজিট করতে পারেন।