কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৫ ০৫:৫৭ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম সীমান্তে নাশকতা, পাচার ও জালনোট অনুপ্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, বিভিন্ন কসমেটিকস সামগ্রী, মোবাইল ফোন, গবাদি পশুসহ প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকার পণ্য জব্দ করা হয়েছে।
 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক
 

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ পণ্য ও জালনোট অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় জালনোট পাচারের আশঙ্কা থাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
 

এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,

“দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক অবস্থানে আছি। জালনোটসহ যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।”