কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-


 

কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) ও তার মা তাহমিনা আক্তার (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কালিয়াজুরির নেলী কটেজ নামের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
 

সুমাইয়া কুবির লোক প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
 

পরিবারের তথ্য

বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানান, চার বছর আগে কুমিল্লা আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম বাসাটি ভাড়া নেন। তার মৃত্যুর পর স্ত্রী তাহমিনা সন্তানদের নিয়ে সেখানে বসবাস করছিলেন। পরিবারটি খুব একটা মেলামেশা করতেন না। গতকাল রাতে ঢাকায় থাকা দুই ছেলে বাসায় ফিরে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। প্রথমে ভেবেছিলেন মা ও বোন ঘুমাচ্ছেন। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তারা নিথর দেহ দেখতে পান। এসময় তারা পুলিশে খবর দেন।
 

সিসিটিভি ফুটেজে যা ধরা পড়েছে

ফুটেজে দেখা যায়, রোববার সকাল ৮টা ৮ মিনিটে টুপি ও পাঞ্জাবি-পাজামা পরা এক অজ্ঞাত ব্যক্তি বাসায় প্রবেশ করেন। বেলা ১১টা ২২ মিনিটে তিনি বেরিয়ে যান এবং আবার ১১টা ৩৪ মিনিটে ফিরে আসেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর কোনো ফুটেজে তাকে দেখা যায়নি।
 

পুলিশের বক্তব্য

ওসি মহিনুল ইসলাম বলেন, “মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে সিসিটিভির ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলেই আমাদের প্রাথমিক ধারণা।”