সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পেনশন স্কিম প্রত্যয়

প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ ৩০২ বার পঠিত
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পেনশন স্কিম প্রত্যয়

সর্বজনীন পেনশন কার্যক্রমে নতুন আরেকটি স্কিম ‘প্রত্যয়’ চালু করা হয়েছে। এর ফলে দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য পেনশন কার্যক্রম চালু হলো। এতে সর্বজনীন পেনশনের স্কিমের সংখ্যা দাঁড়াল পাঁচটিতে। আগামী ১ জুলাই ও তার পরে যাঁরা সরকার, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানে যোগদান করবেন তাঁদের এই স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে।


গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যয় স্কিমের আওতায় এলেও তাদের স্বার্থ ক্ষুণ্ন হবে না এবং বিদ্যমান পেনশন বা আনুতোষিক সুবিধা অক্ষুণ্ন থাকবে। এ ছাড়া যাঁদের ন্যূনতম ১০ বছর চাকরি অবশিষ্ট আছে, তাঁরা আগ্রহ প্রকাশ করলে প্রত্যয় স্কিমে অংশ নিতে পারবেন।


গত ১৩ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের ১ জুলাই ও তার পরে নতুন যোগদান করবেন, তাঁদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের অন্তর্ভুক্ত করা হবে।


গত ১৩ মার্চ সর্বজনীন পেনশন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়। বিধিমালায় এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রযোজ্য প্রত্যয় স্কিমের রূপরেখাও ঘোষণা করা হয়েছে। প্রত্যয় স্কিম চালুর ফলে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান পেনশন বা আনুতোষিক সুবিধা অক্ষুণ্ন থাকবে।


প্রত্যয় স্কিমে অংশ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর মূল বেতনের ১০ শতাংশ বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা, যা কম হবে তা কর্মকর্তা বা কর্মচারীর বেতন থেকে কেটে নেবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা প্রদান করবে।


জুলাইয়ে যেভাবে শুরু হবে প্রত্যয় স্কিম

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান সিপিএফ ব্যবস্থায় কর্মচারী মূল বেতনের ১০ শতাংশ এবং প্রতিষ্ঠান মূল বেতনের ৮.৩৩ শতাংশ দিয়ে থাকে। প্রত্যয় স্কিমে প্রতিষ্ঠান দেবে মূল বেতনের ১০ শতাংশ, যা সিপিএফ ব্যবস্থা থেকে ১.৬৭ শতাংশ বেশি।