নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা

প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০১:৫৫ অপরাহ্ণ ০ বার পঠিত
নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

গত ৫ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটে, যা উদযাপনে মেতে ওঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বৈরাচার পতনের সময় অসংখ্য হতাহতের ঘটনা ঘটে, যার স্মৃতিচিহ্ন হিসেবে নওগাঁ শহরের বিভিন্ন স্থাপনার দেয়ালে ছাত্রজনতা ছবি, গ্রাফিতি এবং নানা লেখায় সেই মুহূর্তগুলো ফুটিয়ে তোলে।
 

সম্প্রতি, 'জয় বাংলা'কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিত করেন।
 

তবে গত কয়েকদিন ধরে নওগাঁ শহরের কেডির মোড় ও মুক্তির মোড়সহ বিভিন্ন স্থানে রাতের আঁধারে ছাত্রদের আঁকা গ্রাফিতির ওপর 'জয় বাংলা' লিখে দেওয়া হয়। ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন ও বিতর্ক।
 

সোমবার দুপুরে নওগাঁ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জিয়া সাইবার ফোর্স 'জয় বাংলা' স্লোগানটি স্প্রে পেইন্ট দিয়ে মুছে দেয়। এসময় যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার, জিয়া সাইবার ফোর্স নওগাঁ শাখার আহবায়ক মো. এমরান হোসেন, সদস্য সচিব সামিউল ইসলাম পারভেজ, শ্রমিক দলের সভাপতি আরিফুল হক রানা ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
 

মো. রুহুল আমিন মুক্তার বলেন, "ছাত্রদের গ্রাফিতির ওপর রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ 'জয় বাংলা' লিখেছে। আমরা সতর্ক করে বলতে চাই, ছাত্রলীগ আর কখনো বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুটপাট করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এবং ৫ আগস্টের পর থেকে তারা নতুন ষড়যন্ত্র করছে। তবে আমরা বাংলার মাটিতে এসব ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না।"