খৈয়াছড়া ঝরনা সাময়িকভাবে বন্ধ

প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ ৫০৪ বার পঠিত
খৈয়াছড়া ঝরনা সাময়িকভাবে বন্ধ

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জনপ্রিয় পর্যটন স্পট খৈয়াছড়া ঝরনা সাময়িকভাবে পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
 

এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ঝরনার সুরক্ষা এবং সংস্কার কাজের প্রয়োজনীয়তার কারণে। সম্প্রতি, ঝরনায় পাথর খসে একজন ব্যক্তির মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, অব্যাহত বৃষ্টির ফলে ঝরনার পাথরগুলো আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
 

চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপ বন সংরক্ষক এস এম কায়চার জানিয়েছেন, ঝরনায় ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ শুরু হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এই কাজ শেষ হবে। এই কাজ চলাকালীন পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ঝরনাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

পর্যটকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, খৈয়াছড়া ছাড়াও চট্টগ্রামে আরও অনেক সুন্দর ঝরনা রয়েছে। তারা সেসব ঝরনা ঘুরতে যেতে পারেন। তবে যেকোনো ঝরনা ভ্রমণের সময় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বন বিভাগের কর্মকর্তা বা গাইডের সঙ্গে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আশা করা যায়, খুব শীঘ্রই সংস্কার কাজ শেষ হয়ে খৈয়াছড়া ঝরনা আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হবে।