আরটিএম এনজিও তে নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৯ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
আরটিএম এনজিও তে নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক:

 

কক্সবাজারে আরটিএম এনজিওর চলমান নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত আবেদন শেষ হওয়ার আগেই গোপনে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে।


সূত্র জানায়, আরটিএম এনজিওর নিয়োগ সার্কুলারের শেষ তারিখ ছিল ২১ ডিসেম্বর। অথচ এর আগেই, অর্থাৎ ২০, ২১ ও ২২ ডিসেম্বর বিভিন্ন সময়ে গোপনে পরীক্ষা আয়োজন করা হয়েছে। এসব পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদের জন্য প্রার্থীদের বাছাই করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।


নিয়োগ পরীক্ষার বিষয়ে কোনো প্রকাশ্য নোটিশ, সময়সূচি বা কেন্দ্র সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি। এতে করে সাধারণ ও যোগ্য অনেক আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।


স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট কিছু প্রার্থীকে সুবিধা দিতেই এভাবে গোপনে পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।


এ বিষয়ে আরটিএম এনজিও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সুশাসন ও স্বচ্ছতার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।