রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৩০ অপরাহ্ণ   |   ৮৩ বার পঠিত
রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১২ এপ্রিল) তিনি দেশে প্রত্যাবর্তন করেন।
 

সফরকালে তিনি রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল এ. ফোমিন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওলেগ সালিউকভসহ বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনা হয় পারস্পরিক সামরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও আস্থাবৃদ্ধি সংক্রান্ত বিষয়ে।
 

তিনি রুশ জ্বালানি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক এবং রোস্টেক ও রোসোবরন এক্সপোর্ট-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ, এবং সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময় কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
 

পরবর্তীতে ক্রোয়েশিয়া সফরে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্ডিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে প্রতিরক্ষা খাতে সহযোগিতা, সম্ভাব্য প্রতিরক্ষা শিল্প স্থাপন, যৌথ সামরিক মহড়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
 

উল্লেখ্য, সেনাপ্রধান ৬ এপ্রিল রাশিয়া সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় যান। সফর শেষে ১২ এপ্রিল তিনি দেশে ফেরেন।