|
প্রিন্টের সময়কালঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৮ অপরাহ্ণ

এলিগেন্ট ৪৮তম স্ট্যান্ডার্ড রেটিং দাবায় জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন


এলিগেন্ট ৪৮তম স্ট্যান্ডার্ড রেটিং দাবায় জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন


ক্রীড়া ডেস্ক:-

 

এলিগেন্ট ৪৮তম স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্টে ১২তম সিডেড খেলোয়াড় ১৭৯৬ রেটিং ধারী  জিয়া উদ্দিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।


সেই সাথে জিয়া পারফরম্যান্স তার স্ট্যান্ডার্ড রেটিং ২৩ পয়েন্ট যুক্ত করে নেন তার দাবা ক্যারিয়ারে। 


 



উল্লেখ্য যে,এই টুর্নামেন্টে জিয়া উদ্দিনের ছেলে তৌহিদুর রহমানও অংশগ্রহণ করে এবং ৩.৫ পয়েন্ট পেয়ে দশম স্থান অধিকার করে। 

 



রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে ১৩তম সিডেড খেলোয়াড় জাস্টিন মেথিয়াস বাড়ই এবং ৩য় স্থান মোঃ আসাদুজ্জামান। এছাড়া টুর্নামেন্টে ৪র্থ স্থান :মো নেসার উদ্দিন, ৫ম স্থান :মো আতাউর রহমান,৬ষ্ঠ স্থান:মো জোয়েল,৭ম স্থান :সাদাত ইবনে সুলতান,৮ম স্থান :মো তারেকুজ্জামান,বেস্ট নন রেটেড :জিয়াদ উর রহমান। 
বেস্ট আন্ডার ১৪ বছর :মো জায়ান খান,বেস্ট ওমেন, ওয়ারিসা হায়দার।


এছাড়াও সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় ও কমবয়সী খেলোয়াড় সহ সর্বমোট ১৭ জন খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।


এদিকে এলিগেন্ট ৩৪ তম ব্লিটজ টুর্নামেন্টে সর্বমোট ৪৫ জন রেটিং এবং ননরেটেড খেলোয়াড়েরা অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ১৯৭১ রেটিং ধারী খেলোয়াড় এ বি বাপ্পী।

 

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চেস প্লেয়ার এসোসিয়েশনের( এসিপিবি)'র সিনিয়র সহসভাপতি মো আসাদুজ্জামান। খেলা ২টির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফিদে আরবিটার ইয়াসিন আরাফাত।  টুর্নামেন্ট আয়োজক কমিটির সূত্রে জানা গেছে আগামী মাসে যথাসময়ে এই এলিগেন্ট স্ট্যান্ডার্ড রেটিং দাবা অনুষ্ঠিত হবে ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫