শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। এই অতিরিক্ত ভিড়ের কারণে আবাসনের তীব্র সংকট দেখা দিয়েছে। হোটেল-মোটেলগুলোতে রুম পাওয়া যাচ্ছে না। অনেকেই বালিয়াড়িতে, সৈকতে, এমনকি রাস্তায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
খুলনা থেকে আসা মোহাম্মদ হাসান বলেন, “সকাল থেকে হোটেল খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও রুম পাইনি। শেষমেশ অনেক বেশি দামে একটি কটেজে রুম পেয়েছি।” রাজশাহী থেকে আসা মারুফ হোসেন বলেন, “রুম না পেয়ে বালিয়াড়িতে বসে আছি। যদি আজ রাতের মধ্যে রুম না পাই, তাহলে ফিরে যেতে হবে।”
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন আমির জানান, হঠাৎ করে এত বেশি পর্যটক আসায় আবাসনের সংকট দেখা দিয়েছে। অনেকেই বাসা বাড়িতেও থাকছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।
কুয়াকাটায় আবাসন সংকট একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার দ্রুত সমাধান না হলে পর্যটকরা কুয়াকাটা ভ্রমণে আগ্রহ হারাতে পারে।