সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম হায়াত উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নাটোর জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ।
গত শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসীরা এএসএম হায়াত উদ্দিনের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। নিহত হায়াত উদ্দিন বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি এলাকার বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে তিনি সততা, সাহসিকতা ও নিরপেক্ষতার জন্য এলাকার সাংবাদিক মহলে ছিলেন অত্যন্ত সম্মানিত। শনিবার সন্ধ্যায় হাড়িখালি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ভোরের চেতনা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও নিউজ ২৪-এর প্রতিনিধি নাসিম উদ্দিন, ইউনিক প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি দেবাশীষ কুমার, সাধারণ সম্পাদক ও ৭১ টিভির প্রতিনিধি বুলবুল আহমেদ, ডিবিসি নিউজের প্রতিনিধি পরিতোষ অধিকারী, এবং বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি পিকেএম আব্দুল বারী প্রমুখ।
এছাড়া ভোরের চেতনা পত্রিকার বড়াইগ্রাম প্রতিনিধি কায়েস উদ্দিন, বাগাতিপাড়া প্রতিনিধি মো. শামসুল আলম, বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক, মানবাধিকারকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, “একজন নির্ভীক ও নিষ্ঠাবান সাংবাদিককে এভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর ভয়ংকর আঘাত।” তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।