প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগে ইইউর পূর্ণ সমর্থন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৬ অপরাহ্ণ   |   ৬৩ বার পঠিত
প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগে ইইউর পূর্ণ সমর্থন

ঢাকা প্রেস নিউজ


 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রধান বিচারপতির বিচারিক স্বাধীনতা এবং সংস্কার উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে।
 

সোমবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইইউ তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয় যে, ইইউ বাংলাদেশে বিচার ব্যবস্থার স্বাধীনতা ও কার্যকারিতার প্রতি সমর্থন জানাচ্ছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বর্তমানে ইউএনডিপির সঙ্গে কাজ করছে। ইইউ তাদের অংশীদারদের পাশে দাঁড়িয়ে সার্বজনীন মূল্যবোধের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। পাশাপাশি, তারা প্রধান বিচারপতি এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোর সমর্থনে পাশে থাকার ঘোষণা দিয়েছে।