রৌমারীতে শাশুড়িকে কুপিয়ে গুরুতর জখম, জামাই পলাতক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০১:১৪ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
রৌমারীতে শাশুড়িকে কুপিয়ে গুরুতর জখম, জামাই পলাতক

মো: হারুন অর রশিদ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:



রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা গ্রামে শাশুড়িকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

আহত নারীর নাম রুনা আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, রুনা আক্তারের মেয়ের সঙ্গে শফিকুল নামের এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শফিকুল বিভিন্নভাবে স্ত্রীকে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে একাধিকবার স্থানীয় মাতব্বরদের মাধ্যমে সালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি। ফলে রুনা আক্তার ও তার স্বামী মেয়েকে আর শ্বশুরবাড়িতে পাঠাতে অসম্মতি জানান।
 

ঘটনার দিন সন্ধ্যায় শফিকুল স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে যান। এ সময় রুনা আক্তার মেয়েকে পাঠাতে অস্বীকৃতি জানান এবং জানান যে মেয়েটি বাড়িতে নেই। এতে ক্ষিপ্ত হয়ে শফিকুল সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে শাশুড়িকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
 

আক্রমণে রুনা আক্তারের মাথায় গভীর আঘাত লাগে এবং হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে এলে শফিকুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
 

আহত রুনা আক্তারকে উদ্ধার করে রৌমারী উপজেলা লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।