রাসেলের অসাধারণ সাফল্য: পা দিয়ে লিখে আলিম পাস

প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৪ ০৮:৩২ অপরাহ্ণ ৪৫৬ বার পঠিত
রাসেলের অসাধারণ সাফল্য: পা দিয়ে লিখে আলিম পাস

ঢাকা প্রেস
সিংড়া উপজেলা (নাটোর) প্রতিনিধি:-


 

নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী রাসেল মৃধা তার অসাধারণ মনোবল এবং অধ্যবসায়ের মাধ্যমে একটি অনন্য সাফল্য অর্জন করেছেন। দুই হাত ও ডান পা ছাড়াও বাঁ পা স্বাভাবিকের চেয়ে অনেক ছোট হওয়া সত্ত্বেও, তিনি পা দিয়ে লিখে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং জিপিএ ৩.২৯ নিয়ে উত্তীর্ণ হন।
 

মঙ্গলবার (১৫ অক্টোবর) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন এই সুখবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেলের পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছাশক্তি দেখে তার পরিবার এবং শিক্ষকরা সবসময় তার পাশে ছিলেন।
 

রাসেল নিজে জানান, তার এই সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি তার মা-বাবা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম এবং উৎসাহের কারণেই তিনি এতদূর আসতে পেরেছেন। ভবিষ্যতে তিনি উচ্চ শিক্ষালাভ করে দেশ ও জাতির সেবা করতে চান।
 

রাসেলের এই অসাধারণ সাফল্য প্রমাণ করে যে, সীমাবদ্ধতা কখনোই সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তার অধ্যবসায় এবং অধ্যয়নশীলতা সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।