জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

প্রকাশকালঃ ১৪ জানুয়ারি ২০২৪ ১২:২২ অপরাহ্ণ ১৯৪ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের (৫৩তম ব্যাচ) ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন শুরু হয়েছে আজ, ১৪ জানুয়ারি ২০২৪ তারিখ। আবেদন চলবে ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ। পরীক্ষার সময়সূচি ও অন্যান্য তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও কোটা পদ্ধতিতে ভর্তি করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ১৩টি অনুষদে ১০৭টি বিভাগ ও ইনস্টিটিউটে বিভিন্ন ধরনের শিক্ষাক্রম চালু রয়েছে।