ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশের সমুদ্রসীমা থেকে মাছ ধরার দুটি নৌযানসহ ৭৯ নাবিককে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। নৌযান দুটি হলো এফভি মেঘনা-৫ এবং এফভি লায়লা-২। এফভি মেঘনা-৫ এর মালিক চট্টগ্রামের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড, আর এফভি লায়লা-২ এর মালিক এসআর ফিশিং।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে তাদের ধরে নেওয়া হয় বলে নৌযান দুটির মালিকপক্ষ জানিয়েছে।
সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক গণমাধ্যমকে জানান, নাবিকরা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সর্বশেষ তথ্য অনুযায়ী নৌযান দুটি ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, "আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা এলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।"
নৌপরিবহন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, "নৌযান দুটি ভারতের সমুদ্রসীমার কাছ থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ভারতের সঙ্গে যোগাযোগ করছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহে কাজ করছেন।