গত ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
পুলিশ এই ঘটনায় তদন্ত চালিয়ে গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে মাহমুদুল হাসান রায়হান নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করে। রায়হান এই মামলার তৃতীয় আসামি এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।
গ্রেফতারকৃত রায়হানকে আজ দুপুর নাগাদ আদালতে হাজির করা হবে।
পুলিশ তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাইবে।
পুলিশ এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রেখেছে।