সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী

প্রকাশকালঃ ০৯ ডিসেম্বর ২০২৪ ০৩:৫৭ অপরাহ্ণ ০ বার পঠিত
সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী

ঢাকা প্রেস,সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:-

 

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার এক ইন্টারনেট ব্যবসায়ী মোবারক উল্লাহ টিপু, যারা সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন, এখন জীবন বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় সন্ত্রাসীরা তাকে মামলা প্রত্যাহারের জন্য অব্যাহত হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের আতঙ্কে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
 

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সোমবার (৯ ডিসেম্বর) সোনাইমুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের কাছে বিস্তারিত অভিযোগ জানান।
 

অভিযোগে জানা গেছে, উপজেলার বিহিরগাঁও গ্রামের আলি আকবরের ছেলে মোবারক উল্লাহ টিপু সোনাপুর এলাকার ডিডি এন ইন্টারনেট কোম্পানির ইনচার্জ হিসেবে কর্মরত। এছাড়াও তিনি ব্যবসার অংশীদার। গত ২০ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার ধন্যপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী সালাহ উদ্দিন (সালু) ও বেলায়েত হোসেন হাড্ডি এবং তাদের সহযোগী ১৫-১৬ জন সন্ত্রাসী একটি দখল ও চাঁদাবাজির উদ্দেশ্যে উক্ত প্রতিষ্ঠানে গিয়ে হুমকি প্রদান করে। এরপর তারা চাপাতি, লাঠি ও রামদা নিয়ে অতর্কিতভাবে ব্যবসায়ী মোবারক উল্লাহ টিপুকে মারধর করে এবং কুপিয়ে গুরুতর জখম করে। তাদের হামলায় টিপুর অফিসের আলমিরার ড্রয়ার ভেঙে ২ লাখ টাকা, ব্যাংকের চেক, দুটি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী চুরি হয়ে যায়।
 

পরে স্থানীয়রা টিপুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
 

ভুক্তভোগী টিপুর স্ত্রী মারজাহান বেগম বাদী হয়ে ৫ ডিসেম্বর নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ জন নামীয় আসামি ও ৫-৬ জন অজ্ঞাত সন্ত্রাসীকে অভিযুক্ত করা হয়। আদালতের নির্দেশে সোনাইমুড়ী থানার পুলিশ মামলাটি রুজু করে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তবে মামলা করার পর থেকে সন্ত্রাসীরা টিপুকে মামালা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসছে, এবং তারা তার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করছে। ভুক্তভোগী পরিবার আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
 

মারজাহান বেগম প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
 

এলাকাবাসী জানায়, সালাহ উদ্দিন ও তার সহযোগীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, এবং মাদক ব্যবসা করে আসছে। তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
 

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, "ইন্টারনেট ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় আদালতে মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"