 
                            
আজ রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠকের পর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে এ তথ্য জানান।
 
বৈঠকে এনসিপি গুম কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। আদীব বলেন, “গুম কমিশনের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যে, গত ১৫ বছরে যেসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম-খুন হয়েছে, সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। আমরা সরকারের কাছে পরিষ্কারভাবে দাবি করেছি, যারা এসব অভিযোগে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।”
 
এছাড়া দলটি জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তিতে আগামী নির্বাচনের গণপরিষদ নির্বাচন হিসেবে আয়োজন করার আহ্বান জানিয়েছে। আদীব বলেন, “গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ৫৪ বছরের একক ব্যক্তিকেন্দ্রিক, স্বৈরতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর স্থায়ী সমাধান সম্ভব হবে। এ নির্বাচন থেকে নতুন সংবিধান প্রণয়নের পথও উন্মুক্ত হবে।”
 
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি আসনের সীমানা সংক্রান্ত নির্বাচন কমিশনের এক শুনানিতে যে হট্টগোল দেখা দিয়েছে, তা নিয়েও প্রধান উপদেষ্টার কাছে ইসির সক্ষমতা ও নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    