চারঘাটে ছাত্রলীগের কর্মী দেশীয় অস্ত্রসহ জয় আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪১ অপরাহ্ণ   |   ১৩৭ বার পঠিত
চারঘাটে ছাত্রলীগের কর্মী দেশীয় অস্ত্রসহ জয় আটক

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) সংবাদদাতা:-


রাজশাহীর চারঘাটে ছাত্রলীগের সর্মথক কর্মী চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ তন্ময় আহম্মেদ জয়কে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (১৫ ফ্রেরুয়ারী) সন্ধ্যায় গোপান সংবাদের ভিত্তিতে মডেল থানার উপ-পরির্দশক কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সাড়াশি অভিযান চালিয়ে উপজেলার ৪নং নিমপাড়া ইউনিয়নের বালাদিয়াড় গ্রামে নিজ বাড়ি থেকে তার শুয়ার ঘরে থেকে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল,মোবাইল ফোন ও লোহার তৈরী একটি দেশীয় ছুরিসহ তাকে আটক করে থানা পুলিশ। 


আটককৃত হলো ছাত্রলীগের সমর্থক কর্মী জিল্লুর রহমানের ছেলে তম্ময় আহম্মেদ জয় (২০)।


চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন এই বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ তন্ময় আহম্মেদ জয়কে আটক করা হয় এবং তার বিরুদ্ধে থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। রবিবার সকালে জেল হাজতে প্রেরন করা হয় বলে জানান।