গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০১:১৫ অপরাহ্ণ   |   ৭২১ বার পঠিত
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:--


গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা  অভিযান চালিয়ে  ২ কেজি গাজাসহ ইয়াকুব আলী(৫০) ও বাদশা মিয়া(৫২) নামে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। 


 



১৪ জানুয়ারী মঙ্গলবার রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাজাসহ তাদের আটক করা হয়।
 

গ্রেফতারকৃত ইয়াকুব আলী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার খোদ্দ বিছনদই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এবং বাদশা মিয়া একই জেলার কালীগঞ্জ উপজেলার মোজাতি গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। 
 

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।