ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি:-
সাম্য, ন্যায়বিচার, অহিংসা, মানবতা এবং চির উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে নতুন রাজনৈতিক দল 'দেশ জনতা পার্টি' আত্মপ্রকাশ করেছে। দেশ ও জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার নিয়ে গঠিত এই দলের মূল উদ্দেশ্য মানবসেবা, কল্যাণ এবং একটি বাসযোগ্য রাষ্ট্র নির্মাণ।
শনিবার রাজধানীর কাওরান বাজারের ইডিবি ট্রেড সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেন। তার আগে দলের চেয়ারম্যান বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সামনে দলটির ঘোষণা পত্র পাঠ করেন। এতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই এবং আন্দোলনগুলো, যেমন ১৭৫৭, ১৯৪৭, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৪, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০-এর আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণআন্দোলন, ২০০৬-এর আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান—সবই বর্তমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে।
২০১৬ সালের ১২ ডিসেম্বর, ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনে 'দেশ জনতা পার্টি' গঠনের উদ্যোগ নেওয়া হয়। দলটি দেশের উন্নয়ন, বৈষম্য ও দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশ জনতা পার্টির মূলমন্ত্র হলো: "ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়"। এই দলটি দুষ্টের দমন ও শিষ্টের পালনকে বিশ্বাস করে। তারা কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব ও দারিদ্র্য দূর করা, কার্বন নিঃসরণহীন এবং পরিবেশবান্ধব একটি বাংলাদেশ গড়তে চায়।
এছাড়াও, দলটি মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, এবং সাম্যের ভিত্তিতে একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করবে। সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে মৌলিক মানবাধিকার, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ। নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষা-প্রশিক্ষণ, কর্মসংস্থানের অধিকার এবং নির্বাচনী ক্ষমতায়নের মাধ্যমেও বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের পরিকল্পনা রয়েছে।
পরবর্তীতে, ১০৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়, যার চেয়ারম্যান হিসেবে মো. নূর হাকিম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইদ্রিস আলী নান্টুকে নিয়োগ দেওয়া হয়েছে।