কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ নেতা ৩ দিনের রিমান্ডে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ মার্চ ২০২৫ ০১:১২ অপরাহ্ণ   |   ১২৫ বার পঠিত
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ নেতা ৩ দিনের রিমান্ডে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

নিষিদ্ধ ঘো‌ষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আম‌লি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এ আদেশ দেন। 
 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হা‌বিবুল্লাহ ও সাদ্দা‌মের আইনজীবী শাখাওয়াত হো‌সেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।
 

এর আগে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দাম‌কে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা সাদ্দাম। আশিক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হা‌বিবুল্লাহ বলেন, ‘শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাদ্দাম‌কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হ‌য়ে‌ছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ থেকে তা‌কে রিমান্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।’