সোনাইমুড়িতে পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা, দায়িত্বে অবহেলার অভিযোগে ১২ শিক্ষক অব্যাহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ   |   ৯৩ বার পঠিত
সোনাইমুড়িতে পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা, দায়িত্বে অবহেলার অভিযোগে ১২ শিক্ষক অব্যাহত

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:-

 

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ১২ জন শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 

সোমবার (২১ এপ্রিল) খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষার সময় শিক্ষার্থীরা কেন্দ্রের নিয়ম ভঙ্গ করে হট্টগোল শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষকরা নীরব থাকায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
 

এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত জানান, পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষার্থীদের বিশৃঙ্খলার চিত্র প্রত্যক্ষ করেন। শিক্ষকরা সেখানে উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেননি। প্রাথমিক তদন্তে দায় প্রমাণিত হওয়ায় দুই কেন্দ্রের ১২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
 

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন:
শ্যামল কুমার ও নুরুল ইসলাম (নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয়),
মোস্তফা সুজন (কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয়),
সাইফুল আলম, মো. তাজুল ইসলাম, ফেরদাউস আক্তার (সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়),
নূর-এ-জান্নাত ও জাবেদ হোসেন (খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়),
শাহাদাত বানু ও আজিমুল ইসলাম (মাহাবুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়),
এবং জাকির হোসেন (বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উচ্চ বিদ্যালয়)।

 

এই শিক্ষকদের চলতি বছরের বাকি পরীক্ষাগুলোতেও দায়িত্ব পালন থেকে বিরত রাখা হবে বলে জানিয়েছে প্রশাসন।