গরমে ডাবের পানিতে মিলবে স্বস্তি

প্রকাশকালঃ ২৪ মে ২০২৩ ০৬:২৮ অপরাহ্ণ ৪৬৮ বার পঠিত
গরমে ডাবের পানিতে মিলবে স্বস্তি

রমে অতিষ্ঠ জীবন। সূর্যের দাবদাহে সব যেন পুড়ে শেষ। এসময় শরীরের দিকে খেয়াল রাখা খুবই জরুরি। বিশেষ করে এই তীব্র গরমে যারা নিয়মিত রোদে বের হচ্ছেন, তাদের সমস্যা হচ্ছে বেশি। এক্ষেত্রে হিট এক্সজশন, হিট স্ট্রোক, হিট ক্র্যাম্পের মতো সমস্যার ঝুঁকি দেখা দিচ্ছে।

এ-সম্পর্কে ভারতের আয়ুর্বেদ চিকিৎসক ডা. দিক্ষা ভাবসার সাভালিয়া তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ডাবের পানির উপকারিতা সম্পর্কে জানিয়েছেন। চলুন জেনে নেই: 


*হাইপার-অ্যাসিডিটি, জ্বালাপোড়া, প্রস্রাব ধরে রাখা, শরীরে জ্বালাপোড়া, অত্যধিক তৃষ্ণা ও ক্লান্তি দূর করতে ডাবের পানির বিকল্প নেই।

*এছাড়া ডাবের পানি ওজন কমাতেও সাহায্য করে। আবার এটি হজম হয় ধীরে ধীরে অর্থাৎ ডাবের পানি পান করার পর দীর্ঘসময় আপনার পেট ভরা থাকবে।

*এছাড়া পানির সঙ্গে সঙ্গে নারকেলের শাঁসও হজম হয় ধীরে ধীরে। এটি প্রকৃতিতে অ্যাফ্রোডিসিয়াক। যার ফলে শরীরে শীতল থাকে।

*ডাবের পানি ক্লান্তি দূর করতে সাহায্য করে, শরীরে শক্তি ও পুষ্টি জোগায়। এছাড়া গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী ডাবের পানি ও শাঁস।