ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
রূপগঞ্জের ভুলতা সাওঘাট এলাকায় চাঁদাবাজি ও আওয়ামী লীগ এর আগ্রাসন রোধে মানববন্ধন করেছে ছাত্র নেতারা। সোমবার বেলা ১১টায় উপজেলাস্থ সাওঘাট সংলগ্ন বিসমিল্লাহ আড়ত এর সামনে প্রতিবাদ সভাটির আয়োজন করা হয়।
জনসভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ ইয়াকুব আলী প্রধান।ইয়াকুব আলী তার বক্তব্যে বলেন, চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই এবং আওয়ামী সন্ত্রাসীদের শক্ত হাতে প্রতিহত করতে চাই। চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি।
মাছুদ রানা নামের আরেক বিএনপি কর্মী তার বক্তব্যে বলেন, আমরা চাঁদাবাজ থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।যদি শাওঘাটের কোন ব্যাবসায়ী বা কোন ব্যাক্তির কাছে কেই চাঁদাবাজি করে তবে সেই ভুক্তভোগীকে আহবান করবো আপনার নাম গোপন করে সঠিক তথ্য প্রমাণ সহ প্রশাসনকে অবগত করবেন।
উক্ত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন শাওঘাট, গাউছিয়া ব্যাবসায়ী মহল সহ মিল কারখানার শ্রমিক বৃন্দ।