মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলির ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাস, তাঁতীদল ও মহিলা দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার, কুড়িগ্রাম-৪ আসনের ধানের শীষ প্রার্থীর বড় ছেলে ডা. মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস, যুগ্ম আহ্বায়ক ওমর আলী ব্যাপারী, সাব্বির হোসেন মণ্ডল, সদস্য আলমাছ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম মাহমুদ লিখন, ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন, যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান লিমন, যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রুবেল ও আমিনুল ইসলাম আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান, সদস্য সচিব নাজমুল মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পলাশ মাহমুদ, বর্তমান সভাপতি সোহেল রানা ও সদস্য সচিব আকিব মাহমুদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের রাজনৈতিক অঙ্গনে গুলির মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশ থেকে আরও বলা হয়, রাজনৈতিক ভিন্নমত দমন নয়— গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান নেতারা।