নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ মার্চ ২০২৫ ০৭:২৫ অপরাহ্ণ   |   ১১০ বার পঠিত
নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

দেশে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর খিলাফত’। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে সংগঠনটির কয়েক হাজার সমর্থক এই কর্মসূচি শুরু করেন।
 

জানা যায়, তুরস্কে খিলাফত পতনের ১০১ বছর পূর্তির প্রেক্ষাপটে এই কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।
 

জুমার নামাজ শেষ হওয়ার পরপরই বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে হিযবুত তাহরীরের সমর্থকরা জড়ো হন এবং ‘মুক্তির একপথ, খিলাফত খিলাফত’ স্লোগানে তাদের মার্চ শুরু করেন।
 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে মিছিলের অংশগ্রহণকারীরা ঠেলে এগিয়ে যেতে থাকেন। পল্টন মোড়ে পুলিশ তাদের বাধা দিলেও ব্যর্থ হয়। বিজয়নগর পানির পাম্প মোড় প্রদক্ষিণ করে মিছিলটি আবার পল্টনের দিকে গেলে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এরপরও মিছিলটি পল্টন ময়দানে পৌঁছালে পুলিশ আরও তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।