সীতাকুন্ডে ভাটিয়ারী হাজী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ের নব-গঠিত পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন আহম্মদকে সংবর্ধনা প্রদান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ এপ্রিল ২০২৫ ০১:০৫ অপরাহ্ণ   |   ৬৯ বার পঠিত
সীতাকুন্ডে ভাটিয়ারী হাজী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ের নব-গঠিত পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন আহম্মদকে সংবর্ধনা প্রদান

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:-

 


সীতাকুণ্ডের  ৯ নং ভাটিয়ারী হাজী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ের নব—গঠিত পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন আহম্মদকে সংবর্ধনা অনুষ্ঠান স্কুল হলরুমে কমিটির সাধারণ সম্পাদক/প্রধান শিক্ষক কান্তি লাল মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

 

১৩ এপ্রিল রবিবার সকাল ১১ টায় বিদ্যালয় হলরুমে সহকারী শিক্ষক শিমুল বড়ুয়ার পরিচালনায় ও মহিউদ্দিন আব্বাস এর কোরআন তেলাওয়াত ও কৃষ্ণ নাথ এর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মোঃ হারুনুর রশীদ, সিনিয়র শিক্ষক জাফর আহম্মদ, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আলী হোসেন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ তৌহিদুল আলম গিন্নী, মোঃ সালামত উল্লাহ, মোঃ বোরহান উদ্দিন, মোঃ নাজিমুদ্দৌলা, মোঃ নাছির উদ্দিন মুন্সি, মোঃ বদিউল আলম, এ.কে.এম জাহিদ উদ্দিন, মোঃ ফারুক হোসেন, মোঃ খোরশীদ আলম, মোঃ নাজমুল হোসেন, মোঃ আজম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সংবর্ধিত অতিথি মহিউদ্দিন আহম্মদকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান এস.এস.সি. ৯৭ ব্যাচের পক্ষে মোঃ সালামত আলী, ৯৮ ব্যাচ এর পক্ষে মোঃ আজম, ৯৫ ব্যাচের পক্ষে মোঃ নাজমুল হোসেন, ২০০১ ব্যাচের পক্ষে আলী হোসেন, ৯৩ ব্যাচের পক্ষে মোঃ আরিফ, বোরহান উদ্দিন, ৯১ ব্যাচের পক্ষে বদিউল আলম সহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র—ছাত্রী ও শিক্ষক—শিক্ষিকাবৃন্দ।

 

সংবর্ধিত অতিথি মহিউদ্দিন আহম্মদ তাঁর বক্তব্যে বলেন, ভাটিয়ারী স্কুলকে এস.এস.সি ফলাফলের দিক দিয়ে শিক্ষার গুনগত মানে সীতাকুণ্ড এলাকার তথা চট্টগ্রামের সেরা ১০ স্কুলের মধ্যে স্থান দেওয়ার জন্য আমরা নতুন কমিটির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। ইনশাআল্লাহ। এছাড়াও এই স্কুল শিক্ষার পাশাপাশি ক্রীড়া দক্ষতা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ, স্কাউটিং, ডিভেটিং, কাউন্সিলিং, কারিগরি প্রশিক্ষণ সহ সকল প্রকার সহপাঠ্য কার্যক্রমকে অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেক গ্রহণ করা হবে।