বিনোদন প্রতিবেদক:-
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান, যিনি নতুন গান প্রকাশের পাশাপাশি সম্প্রতি টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন, এবার নিজের ভক্ত-শ্রোতার জন্য নতুন সংগীতায়োজনের মাধ্যমে প্রকাশ করবেন পুরোনো সাতটি গান।
তাহসান বলেন, “আমি সবসময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমার নিয়ন্ত্রণে থাকুক। তাই আমার গাওয়া পুরোনো সাতটি গান নতুন করে গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই এই গানগুলো নতুন আঙ্গিকে শ্রোতার কাছে উপস্থাপিত হোক। কিছু গান অনেক হিট হয়েছিল, কিন্তু সেগুলোর সংগীতায়োজন আমার মনোযোগ পায়নি, আবার কিছু গান আমার খুব প্রিয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই গানগুলো নিজের মতো করে আবার প্রকাশ করব।”
তাহসানের সেই সাতটি গান হচ্ছে— ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, এবং ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ এবং ‘তোমার আমার’ গান দুটি একটি ম্যাশআপ হিসেবে নতুন সংগীতায়োজনের মাধ্যমে প্রকাশ করা হবে। তাহসান জানিয়েছেন, সংগীতায়োজনসহ সব কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে, ভালোবাসা দিবসে তাহসানের গাওয়া ‘জনম জনম’ শিরোনামের সিনেমার গান প্রকাশিত হয়েছে। গানটি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমার জন্য গাওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ‘দাগি’ নামে একটি সিনেমার জন্যও গান করবেন।