আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ অক্টোবর ২০২৪ ০৭:০৬ অপরাহ্ণ   |   ৫৪৭ বার পঠিত
আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

ঢাকা প্রেস
আখাউড়া প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার বাউতলা এলাকা থেকে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার বাসিন্দা মুন্না মিয়া (২৪) ও সোহাগ মিয়া (২১)।
 

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটক দুজনই অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে এসেছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।