প্রথম আরব হজ কাফেলা পৌঁছল মক্কায়

প্রকাশকালঃ ১৩ জুন ২০২৩ ০১:০১ অপরাহ্ণ ১৫৬ বার পঠিত
প্রথম আরব হজ কাফেলা পৌঁছল মক্কায়

বিত্র হজ পালন করতে মক্কায় প্রথম আরব কাফেলা এসে পৌঁছেছে। গত ৬ জুন ইরাক থেকে ১৯২ এবং আলজেরিয়া থেকে ২৯৪ হজযাত্রীকে মক্কায় বরণ করে নেয় দি মুতায়িফস অব আরব হজ কম্পানি। এর আগে গত ৪ জুন স্থলপথে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে সৌদি আরবে পৌঁছে ইরাকের হজযাত্রীদের প্রথম কাফেলা। 

এদিকে গত ৭ জুন প্রথম বারের মতো মক্কা রুটি ইনিশিয়েটিভ ব্যবহার করে জেদ্দায় পৌঁছে তুরস্কের হজযাত্রীরা।


কই সময় ভারত নিয়ন্ত্রিত জন্মু ও কাশ্মির থেকে ১২ হাজারের মতো হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে। 

হজের প্রস্তুতি হিসেবে মক্কার প্রবেশপথে ১০ লাখ ৮৮ হাজার বর্গমিটার আয়োতনের পাঁচটি পার্কিং লট প্রস্তুত করা হয়। এখানে অন্তত ৫০ হাজার গাড়ি একসঙ্গে পার্কিং করা যাবে। হজযাত্রীদের আগমনের জন্য মক্কার সব গুরুত্বপূর্ণ প্রবেশপথ প্রস্তুত রেখেছে সড়ক বিষয়ক সৌদির জাতীয় কর্তৃপক্ষ।

বিশেষত রিয়াদ, তায়েফ ও মক্কার ৮২০ কিলোমিটার, মক্কা ও জেদ্দার ৭০ কিলোমিটার পথ, মক্কা ও মদিনার ৪২০ কিলোমিটার পথ প্রস্তুত রাখা হয়। 


পবিত্র হজ মৌসুমের প্রস্তুতি হিসেবে গত ১৫ মে থেকে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করে মক্কার জননিরাপত্তা অধিদপ্তর। সেই সময় থেকে পূর্ব অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। তা ছাড়া  আগামী ১৮ জুনের (২০ জিলকদ) মধ্যে সব ওমরাহযাত্রীকে মক্কা ছেড়ে যেতে হবে।

এদিকে গত ২১ মে থেকে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়। আগামী ২৬ জুন থেকে করোনার আগের মতো বৃহৎ পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। হজ উপলক্ষে এ বছর ২০ লাখের বেশি মুসলিমের সমাগম আশা করছে সৌদি আরব। এর মধ্যে ১২ লাখের বেশি বিভিন্ন দেশের হজযাত্রী অংশ নেবেন।