ডিএসইতে আজও বিমা কোম্পানির মূল্য সংশোধন

প্রকাশকালঃ ২২ মে ২০২৩ ০১:০৮ অপরাহ্ণ ৫৫ বার পঠিত
ডিএসইতে আজও বিমা কোম্পানির মূল্য সংশোধন

জ সোমবার নেতিবাচক ধারায় চলছে ঢাকার শেয়ারবাজারের লেনদেন। দিনের প্রথম সোয়া দুই ঘণ্টায় তিনটি সূচকেরই পতন পেয়েছে।

গতকালের মতো আজও বিমা খাতের শেয়ারের মূল্য সংশোধন হয়েছে। এ ছাড়া সামগ্রিকভাবে অন্যান্য কোম্পানির শেয়ারেরও দরপতন হয়েছে।

গত সপ্তাহে টানা কয়েক দিন বিমা কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পর এ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিমা কোম্পানির শেয়ারের মূল্য সংশোধন হচ্ছে। বাজারে তারই প্রভাব পড়েছে।


গত সপ্তাহে বিমা কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির কারণ সম্পর্কে বাজার সংশ্লিষ্টরা বলেন, তখন বড় মূলধনি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে ছিল। ফলে বড় মূলধনি শেয়ারের বিনিয়োগকারীদের আগ্রহ কম। অন্যদিকে বিমা খাতের কোম্পানিগুলো স্বল্প মূলধনি। এ ছাড়া মোটর বিমা বাধ্যতামূলক করাসহ প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষেত্রেও বিমা সুবিধা চালু করা হচ্ছে বলে বাজারে খবর ছড়িয়ে পড়েছে। এসব খবরের কারণে গত সপ্তাহে বিমা খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছিল।

আজ দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইএক্স সূচকের পতন হয়েছে ৯ দশমিক ৯৭ পয়েন্ট, ডিএসইএস সূচকের পতন হয়েছে ২ দশমিক ৩১ পয়েন্ট আর ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২ দশমিক ৯৫ পয়েন্ট। দিনের প্রথম দুই ঘণ্টায় সূচকের আরও পতন হয়েছিল। ১২টার পর তা কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ৪০৮ কোটি টাকার। লেনদেনের শীর্ষে আছে ইন্ট্রাকো; এরপর আছে বিএসসি ও জেমিনি সি।