ঢাকা, ২৩ ডিসেম্বর – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়া অপরিহার্য। তিনি বলেন, “আইনের শাসন কাকে বলে আমরা তা দেখিয়ে দিতে চাই। আইনের শাসন মানে আইন হবে অন্ধ। ‘ল’ সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে। আপনাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। এই ক্রান্তিলগ্নে যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব।”
মঙ্গলবার সকালেই রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি গত নির্বাচনগুলো নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে বলেন, “সামষ্টিকভাবে আমাদের ওপর দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি বা ম্যানেজড ইলেকশন করছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। মাঠ পর্যায়ে আপনারাই সরকারকে সচল রাখেন এবং সিস্টেমটাকে ধরে রাখার দায়িত্ব আপনার।”
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহস জুগিয়ে তিনি বলেন, “আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, আমি তখন সাহসী হব। আপনারা যখনই আইনের প্রতিষ্ঠার জন্য সাহসী পদক্ষেপ নেবেন এবং বিধি-বিধানের আলোকে কাজ করবেন— ইনশা-আল্লাহ নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।”
সিইসি আরও বলেন, “আমাকে খুশি করার দরকার নেই। আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করতে হবে। সিস্টেম যাতে ঠিকমতো কাজ করতে পারে, সেই ব্যবস্থা আপনাদেরই করতে হবে। কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।”
সভায় ৬৪ জেলার ডিসি ও এসপি, ৮ বিভাগের বিভাগীয় কমিশনার এবং ডিআইজিসহ ৬৪ জন জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ১০ জনও সভায় অংশ নেন। সভার শুরুতে সিইসি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।