বাংলাদেশে কারো নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ণ   |   ৪০ বার পঠিত
বাংলাদেশে কারো নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। যার অবস্থান ও প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দরকার হবে, তা নিশ্চিত করা হবে।”
 

বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এটি একটি বিস্তৃত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতে বহু গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে, যেগুলো বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
 

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বডি ক্যামেরা সংগ্রহ এবং নির্বাচনকালীন সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হবে।
 

ফোনে আড়িপাতা বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমোদিত সংস্থাগুলোর বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আড়ি পাততে পারবে না। এছাড়া এসপি পদায়ন নিয়ে কোনো ধরনের অভিযোগ মন্ত্রণালয়ে আসেনি বলেও তিনি জানান।