আমরা নয়, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৫ ০৭:০২ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
আমরা নয়, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখছেন প্রবাসীরা—এমন মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
 

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর এলিফেন্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
 

ড. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা না, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন।” তিনি আরও যোগ করেন, বাংলাদেশের শ্রমশক্তিই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পুনর্গঠনে মুখ্য ভূমিকা রেখেছে। “ওইসব দেশের জাতীয় নেতারাও এ বিষয়টি স্বীকার করেছেন,” বলেন তিনি।
 

কোনো দেশের বিরোধিতা নয়, বরং কৌশলগত সম্পর্ক রক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, “প্রতিবেশী তিন দেশে যদি নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়, আমাদের কী পরিস্থিতি হতে পারে, তা বিবেচনায় রেখে সম্পর্ক বজায় রাখতে হবে।”
 

মিয়ানমার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যেহেতু আমাদের সঙ্গে তাদের সীমান্ত রয়েছে, তাই দুই দেশেরই একে অপরের সহযোগিতা প্রয়োজন। তবে রোহিঙ্গা ইস্যু আমরা ভালোভাবে সামলাতে পারিনি। বর্তমানে রোহিঙ্গা প্রত্যাবাসনের সবচেয়ে বড় বাধা হচ্ছে আরাকান আর্মি।”