হোলি উৎসব উপলক্ষে বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ০২:১০ অপরাহ্ণ   |   ১১৬ বার পঠিত
হোলি উৎসব উপলক্ষে বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা:-

 

ভারতের হোলি উৎসব উপলক্ষে আজ শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী রোববার থেকে এ কার্যক্রম পুনরায় শুরু হবে।
 

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ভারতে আজ হোলি উৎসব উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে সেখানে সরকারি ছুটি থাকায়, ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা এদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি ও আমদানি কার্যক্রম বন্ধ রাখবেন। তাদের ব্যবসায়ী সংগঠন, হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন একটি পত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিয়েছে।
 

এ কারণে আজ হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে রোববার থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।
 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট যেকোনো উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। তাই বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলছে।