মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-
জামালপুরের মাদারগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মচারীরা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকেরা এ কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আদারভিটা ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ফারজানা আক্তার লেন, চর পাকেরদহ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান এবং কড়ইচড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রফিকুল ইসলাম হীরা প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্য পরিবার পরিকল্পনা পরিদর্শক ও কল্যাণ সহকারীরাও উপস্থিত ছিলেন।