 
                            
বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুক্রবার (১৯ এপ্রিল) সম্পন্ন হয়েছে। দেশের ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে এবং অরুণাচল প্রদেশের ৬০টি ও সিকিমের ৩২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৬০% এরও বেশি। তামিলনাড়ুতে, যেখানে একই দিনে সব আসনে ভোটগ্রহণ হয়েছে, সেখানে ভোট দিয়েছেন ৬২.৩% ভোটার। ২০১৯ সালে সেখানে ভোট দিয়েছিল ৭২.৪% ভোটার।
তামিলনাড়ুতে একদিনই ভোটগ্রহণ হয়ে থাকে। আজ তামিলনাড়ুর ৬২ দশমিক ৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেখানে ২০১৯ সালে ভোট দিয়েছিলেন ৭২ দশমিক ৪ শতাংশ ভোটার। অর্থাৎ গতবারের চেয়ে এবারের নির্বাচনে সেখানে ভোটার উপস্থিতি কম ছিল।
অন্যান্য জায়গায় কোনো সংঘর্ষের না ঘটলেও মণিপুর ও পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। তামিলনাড়ুতে একদিনই ভোটগ্রহণ হয়ে থাকে। আজ তামিলনাড়ুর ৬২ দশমিক ৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেখানে ২০১৯ সালে ভোট দিয়েছিলেন ৭২ দশমিক ৪ শতাংশ ভোটার। অর্থাৎ গতবারের চেয়ে এবারের নির্বাচনে সেখানে ভোটার উপস্থিতি কম ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তামিলনাড়ুতে দুটি কেন্দ্রে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হলো সেটি স্পষ্ট করা হয়নি। যদিও সেখানে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো কেন্দ্রের ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। এরমাধ্যমে ফের ভারতের প্রধানমন্ত্রী হবেন তিনি।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    