সেনাপ্রধানের সাথে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি মি. পল থোপিল এর সৌজন্য সাক্ষাৎ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মে ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ   |   ৮৯ বার পঠিত
সেনাপ্রধানের সাথে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি মি. পল থোপিল এর সৌজন্য সাক্ষাৎ

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-



ঢাকা, ৭ মে ২০২৫ (বুধবার): কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি মি. পল থোপিল এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সেনাসদরে সেনাপ্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


 



সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কারিগরি সহায়তা এবং প্রযুক্তি আদান-প্রদান সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 
 

এ সময় বাংলাদেশে নিযুক্ত কানাডার মান্যবর হাইকমিশনার অজিত সিং উপস্থিত ছিলেন।