বিএনপির সঙ্গে এনডিআই–আরডিআই পর্যবেক্ষক দলের বৈঠক

প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৪ ০১:১৮ অপরাহ্ণ ১৭৭ বার পঠিত
বিএনপির সঙ্গে এনডিআই–আরডিআই পর্যবেক্ষক দলের বৈঠক

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধিদল। আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকায় এসেছে এনডিআই-আরডিআইয়ের যৌথ দলটি।

বিএনপির গণমাধ্যম শাখা থেকে সাংবাদিকদের এ বৈঠকের কথা জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল এনডিআই-আরডিআইয়ের যৌথ দলটির সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। রোববার বিকেলে মঈন খানের গুলশানের বাসায় এই বৈঠক হয়।

আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রতিনিধিদল ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে এসেছে। তারা ৭ জানুয়ারির নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন–পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলোর মূল্যায়ন করবে। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অনুমোদন পাওয়া এই প্রতিনিধিদলের সদস্যরা ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে থাকবেন। তাঁরা বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন।