গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদারকে (৩৩) র্যাব-১ গ্রেপ্তার করেছে।
গত ৬ আগস্ট কারাগারে দাঙ্গা-হাঙ্গামার সুযোগে সোহাগসহ একাধিক কারাবন্দি পালিয়ে যায়। পরবর্তীতে, র্যাবের গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ হাওলাদার শরীয়তপুরের পালং উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এর আগে, একই ঘটনায় পালানো আরও দুই কারাবন্দিকে গ্রেপ্তার করা হয়েছে:
কামাল হোসেন (৪৫): হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, শ্রীপুরের টেংরা বাজার থেকে গ্রেপ্তার।
ইকবাল হোসেন (৩৮): হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, শ্রীপুরের রাজেন্দ্রপুর থেকে গ্রেপ্তার।
র্যাব সূত্রে জানা যায়, কারাগারে দাঙ্গার সময় কারাবন্দিরা কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করেছিল। পরবর্তীতে, তারা ভবন থেকে বের হয়ে ভাংচুর, দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। এই সুযোগে সোহাগসহ কয়েকজন কারাবন্দি পালিয়ে যায়।