সীতাকুন্ড পৌর সদর ব্যবসায়ী সমিতির নির্বাচনে হবে ৫ই আগষ্টের পর মডেল নির্বাচন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৫ ০৪:০৩ অপরাহ্ণ   |   ৪০ বার পঠিত
সীতাকুন্ড পৌর সদর ব্যবসায়ী সমিতির নির্বাচনে হবে ৫ই আগষ্টের পর মডেল নির্বাচন

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ-


চট্টগ্রাম সীতাকুণ্ড  পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন একটি মডেল নির্বাচন হবে বলে দাবী করেন পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক   গাজী  সোজা উদ্দিন,   সদস্য সচিব মাওলানা তাওহিদুল হক চৌধুরী,সদস্য ও সাবেক কমিশনার সামছুল আলম আজাদ, সদস্য ,  সালেহ আহমদ সলু, সদস্য জামায়াত নেতা সাবেক কমিশনার  রফিকুল ইসলাম,পৌর  জামায়াতের আমির আলী আকবর, লিয়াকত আলী।

সীতাকুন্ড পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীগন হলেন,সভাপতি প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন ভূইয়া ( চেয়ার)  মোহাম্মদ জিয়াউল হক(ছাতা),সিনিয়র সহ সভাপতি পদে মোঃ দেলোয়ার হোসেন( কলসী)  সানন্দ ভট্রাচার্য সাগর,( মোবাইল), সহ সভাপতি - নিজাম উদ্দিন (গোলাপফুল)  নুর মোহাম্মদ( গরুরগাড়ী),সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল উদ্দিন( আনারস) মোঃ সাজ্জাদ হোসেন রফিক( হারিকেন),সহ- সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল মোতালেব( টেবিলফ্যান), সৈয়দ মোঃ আলাউদ্দিন (টেলিভিশন) ও জাহাঙ্গীর আলম( হাতপাখা) সাংগঠনিক সম্পাদক - মোঃ আলাউদ্দিন (তালাচাবি) মোঃ পেয়ার আহমদ পেয়ারু( দেয়ারঘড়ি),অর্থ সম্পাদক মোঃ আকাইদুর ইসলাম ডালিম( কম্পিউটার)  মোঃ হেলাল উদ্দিন (টেবিল),প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন( চাকা(  নিজাম উদ্দিন( মাছ),দফতর সম্পাদক -  শ্রীধাম চন্দ্রদে,(বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত) সহ- দফতর সম্পাদক - মোঃ নুর উদ্দিন  মোরগ) নাঈম জাহাঙ্গীর (ভেন্ডার)( রিক্সা) ,সমাজ কল্যাণ সম্পাদক -মোঃ আবু তাহের(ঘোড়া)  মোঃ হাসান( বই), ক্রীড়া সম্পাদক -মোহন পাল( ক্রিকেট ব্যাট) মোঃ রেজাউল করিম হেলাল( ফুটবল)। 

সদস্য প্রার্থী- ( ১ নং ওয়ার্ড) মহিদুল আলম আবির( ডাব)  মোঃ হারুনুর রসিদ( মাইক),( ওয়ার্ড নং ২)-মোঃ জাহাঙ্গীর আলম ( একতারা) মোঃ সালাউদ্দিন ( কলম),( ওয়ার্ড নং ৩)- মোঃ তাজুল ইসলাম সেলিম(ঘুড়ি) নাদিম উদ্দিন বাবলু ( আপেল)(ওয়ার্ড নং ৪)- আরিফুর রহমান( ঢোল) মোঃ জসিম উদ্দিন ( ট্রলিব্যাগ) ,মোঃ ইউছুফ( জিরাফ) নুর নবী মিন্টু( আম) মোঃ সাইফুর রহমান( ময়নাপাখি),( ওয়ার্ড নং ৫)- মোঃ আনোয়ার হোসেন সুমন( কেটলি)  মোঃ আজম খান( দোয়েল পাখি)। 

নির্বাচন পরিচালনা কমিটির সাফ জবাব,কোন প্রকার দূর্নীতি,স্বজনপ্রীতি ও অনিয়ম বরদাস্ত করা হবেনা, কেউ এমনটি করলে প্রয়োজনে প্রার্থীতা বাতিল ঘোষনা করা হবে।

উল্লেখ্য,আগামী ১৯ জুলাই ৫ টি বুথের মাধ্যমে ভোট গ্রহন হবে, মোট ভোটার তিন হাজারের ও অধিক বলে জানা গেছে।