আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।
গত ১৭ ডিসেম্বর, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
ছাত্র-জনতার আন্দোলন দমন করতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যাকাণ্ড চালায় বলে অভিযোগ রয়েছে। অবশেষে, আন্দোলনের চাপে গত ৫ আগস্ট শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরবর্তীতে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জুলাই-আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেয়।