ঢাকা প্রেস নিউজ
দেশে প্রথমবারের মতো ইন্টেরিয়র ও ফার্নিচার তৈরির বিভিন্ন প্রযুক্তি নিয়ে আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইনটেক এক্সপো। এ মেলা আগামী বৃহস্পতিবার থেকে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেড।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ইন্টেরিয়র উপকরণ ও প্রযুক্তির পাশাপাশি সিরামিক, লাইটিং, ফার্নিচার, হোম অটোমেশন ও অন্যান্য লাইফস্টাইল পণ্য প্রদর্শিত হবে। বিশ্বের নয়টি দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৮০টি স্টল থাকবে এই প্রদর্শনীতে। উড টেক সলিউশন এবং মেটাল টেক সলিউশন মেলার পৃষ্ঠপোষকতা করছে।
উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, প্রথমবারের মতো আয়োজিত এই মেলা উডওয়ার্কিং ও ফার্নিচার শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। এটি উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারী, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী, ছাত্র-ছাত্রী ও শিল্প সংশ্লিষ্ট অভিজ্ঞদের একত্রিত করবে। পাশাপাশি যারা এ খাতে নতুন, তারা এই প্রদর্শনী থেকে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশন (বিডকোয়া)-এর সভাপতি মোহাম্মদ আলী ভূইঞা বলেন, ইন্টেরিয়র শিল্প বর্তমানে এক সম্ভাবনাময় খাত। মানুষের আয় বৃদ্ধি পাওয়ায় এখন মধ্যবিত্ত শ্রেণিও তাদের বাসস্থান সুন্দরভাবে সাজাতে আগ্রহী। বিদেশেও এ খাতের বিশাল বাজার রয়েছে। যথাযথ সহযোগিতা পেলে ইন্টেরিয়র শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প হিসেবে গড়ে উঠতে পারে। এই মেলা সেই স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে দেবে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন অফার দেবে। প্রতিদিন সকাল ১০:৩০ থেকে রাত ৮:০০ পর্যন্ত মেলা চলবে, যেখানে দর্শনার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।